সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল
সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

গুরু কাকে বলে ? প্রকৃত গুরু কে?

 গুরু কাকে বলে ? 

প্রকৃত গুরু কে?











সাধারণভাবে যে লেখাপড়া শেখায় বা শিক্ষা দেয় তাকেই গুরু বলে।

‘গু’ শব্দের অর্থ হল ‘কু’ বা অন্ধকার, ‘রু’ শব্দের অর্থ ‘সু’ বা শুভ আলো। মানুষ বা যে কোনও প্রাণীর মন থেকে অন্ধকারকে দূর করে তার অন্তরের অন্তঃস্থলে লুকায়িত আলোক রশ্মিকে জাগিয়ে তুলতে যিনি সক্ষম তিনিই ‘গুরু’। সেই আলো যা সূর্যের থেকেও অধিক দীপ্ত, কিন্তু চন্দ্রের ন্যায় স্নিগ্ধ। 


কিন্তু বাস্তবে জ্ঞানদাতা গুরু খুব কম পাওয়া যায় জন্ম-জন্মান্তরের সংস্কার থেকে মুক্ত করে যে ব্যক্তি বা সত্তা ঈশ্বরের নিকটে পৌঁছে দেয় তাকেই গুরু বলা হয়।




কানের সামনে মন্ত্র বা নাম ইত্যাদি উচ্চারণ করে দিলেই গুরু হওয়া যায় না, গুরুর মধ্যে বিশেষ কিছু গুণ থাকা অবশ্যই দরকার। 



গুরু হবার জন্য তার মধ্যে 13 টা গুন থাকলে তবেই সে গুরু বলে প্রতিষ্ঠিত হয় যেমন







1.শান্ত 2. দান্ত 3. কুলীন 4.বিনীত 5.শুদ্ধ বেশ 6.শুদ্ধাচারী 7. সু প্রতিষ্ঠিত 8.সুচিতার্থ 9.সুবুদ্ধি 10.আশ্রমী 11. তন্ত্র মন্ত্র বিশারদ 12.নিগ্রহ ও 13.অনুগ্রহ শক্তি যার থাকে তাকেই গুরু বলা হয়।





কেমন হতে পারে একজন আদর্শ গুরুর গুণাবলী জেনে নিন - 



১) যার আচরণে বার বার প্রমাণিত হয় তিনি লোভ-লালসা মুক্ত। 


২) যিনি মাস, দিন, তিথি, নক্ষত্রের সঠিক বিচারান্তে শিষ্যের রাশি চক্র অনুযায়ী শুভ দিনক্ষণে, সঠিক স্থানে দীক্ষা দান করে থাকেন। 



৩) যিনি দীক্ষা দানের পূর্বে ভক্ত-শিষ্যের নিকট দীক্ষার যথাযথ বিশ্লেষণ করে তাকে দীক্ষা গ্রহণের যোগ্য করে তুলতে সক্ষম। 

৪) যিনি অতিসাধারণ জীবন-যাপন করেন এবং নিজের জ্ঞানের পরিধি সর্বসমক্ষে ব্যক্ত করেন না। 


৫) যিনি সকলকে সদুপদেশ দিয়ে নাস্তিকের মনেও ঐশ্বরিক চেতনা প্রদান করে, সাধন পথের সঠিক পরিচালনায় সক্ষম। 


৬) যিনি কারও ক্ষতির চিন্তা মনেও আনেন না। কারও আচরণে আঘাত পেলেও তার শুভ বুদ্ধি উদয়ের কামনা করেন ঈশ্বরের কাছে।  

৭) যিনি নারকেল সম, অর্থাৎ যার বাইরের রূপ অত্যন্ত কঠিন, কিন্তু অন্তর ক্ষুধা-তৃষ্ণা নিবৃত্ত করে। 



৮) যাকে মনে মনে স্মরণ করলে বা যার ছবি দর্শনেও মানুষ বিপদ মুক্ত তথা সর্বকার্যে সফল হয়ে থাকে। 

৯) যার সামান্য স্পর্শে সকল প্রাণী রোগ, ভয় তথা পাপ-শাপ মুক্ত হয়ে থাকে। 



About Love Status

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

আরো বিষয় পড়ুন

আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? , মানিপ্ল্যান্ট গাছ , মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ

  আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? কিংবা জানলেও এটি জানেন কি  কিভাবে এদের বড় করবেন আপনার বাড়ির আঙিনায়? আসুন এসকল তথ্...