সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল
সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

পঞ্চদেবতা পূজা কী? , পঞ্চদেবতা পূজা কীভাবে করবেন? পঞ্চদেবতা পূজা মন্ত্র । ,পঞ্চদেবতা পূজা বিধি।

 : পঞ্চদেবতা পূজা :










বৈদিক স্মার্ত সম্প্রদায়ের পূজা-উপাসনার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হইল পঞ্চদেবতা পূজা। এই পঞ্চদেবতা পূজার বিস্তারিত পদ্ধতি আমাদের “পূজাপদ্ধতি” সিরিজের প্রথম নিবেদন।


কথিত আছে, খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে বৈদান্তিক ধর্মসংস্কারক আদি শঙ্কর এই বিশেষ পূজার প্রবর্তন করিয়াছিলেন। গণেশ, শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা – এই পঞ্চ দেবদেবীর পূজাকেই বলা হয় পঞ্চদেবতা পূজা বা পঞ্চায়তন পূজা। এই পঞ্চদেবদেবী হিন্দুদের পঞ্চ সম্প্রদায়ের প্রধান দেবতা। বৈদিক দার্শনিক তত্ত্বের বিচারে, ইঁহারা কেহই পৃথক দেবতা নহেন, বরং একই সগুণ ব্রহ্মের পাঁচটি পৃথক রূপমাত্র। সম্প্রদায়ভেদে ইঁহাদের একজন পূজকের ইষ্টদেবতা। তাঁহাকে কেন্দ্রে রাখিয়া পূজক পঞ্চদেবতাকেই পূজা করেন – একং সৎ বিপ্রাঃ বহুধা বদন্তি – এই ঋক্‌মন্ত্রের অনুধ্যানে। বলাবাহুল্য, বঙ্গদেশের বৈদিক স্মার্ত সম্প্রদায়ে পঞ্চদেবতার পূজা বহুল প্রচলিত। বঙ্গীয় পূজক ও সাধকবর্গের সুবিধার্থে এখানে তাই শ্রীগুরু ও পঞ্চদেবতা পূজার পদ্ধতি বর্ণিত হইল। যাঁহারা পঞ্চদেবতার সহিত শ্রীশ্রীবাণেশ্বর শিবলিঙ্গ, শ্রীশ্রীনারায়ণ শিলা ও শ্রীশ্রীগোবর্ধন শিলার পূজা করেন, তাঁহাদের সুবিধার্থে উক্ত পূজার পদ্ধতিও বর্ণিত হইল। সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ-ভক্তমণ্ডলীর সুবিধার্থে শ্রীশ্রীঠাকুরের দশোপচার পূজার পদ্ধতিও বর্ণিত হইল।


সংক্ষিপ্ত বিধি


ঐঁ এতে গন্ধপুষ্পে শ্রীগুরবে নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে গণেশায় নমঃ।

ওঁ নমঃ শিবায় এতে গন্ধপুষ্পে শিবায় নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে শ্রীসূর্যায় নমঃ।

ওঁ নমো নারায়ণায় এতে গন্ধপুষ্পে নারায়ণায় নমঃ।

ওঁ হ্রীঁ এতে গন্ধপুষ্পে জয়দুর্গায়ৈ নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে আদিত্যাদি-নবগ্রহেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি-দশদিকপালেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে কাল্যাদি-দশমহাবিদ্যাভো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে মৎস্যাদি-দশাবতারেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বাভ্যো দেবীভ্যো নমঃ।

(এই প্রকারে পূজা করিয়া ৺বাণেশ্বর শিবপূজা, ৺নারায়ণ পূজা, ৺গোবর্ধন পূজা ও শ্রীশ্রীঠাকুরের পূজা করিতে হইবে। বিধি ‘বিস্তারিত বিধি’ পরিচ্ছেদে দেওয়া হইল। উল্লেখ্য, গণেশাদি পঞ্চদেবতার পঞ্চোপচার পূজা করিতে হইলে ৺নারায়ণ শিলার স্নান ও পূজা সেই সময় করিতে হইবে। নতুবা ৺বাণেশ্বর শিবের পূজার পর ৺নারায়ণ শিলার স্নান ও পূজা হইবে।)


বিস্তারিত বিধি


শ্রীগুরুপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় হস্তে সচন্দন পুষ্প লইয়া ধ্যান করিবে—

ওঁ ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং

দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম্‌।

একং নিত্যং বিমলমচলং সর্বধীসাক্ষীভূতং

ভাবাতীতং ত্রিগুণরহিতং সদগুরুং তং নমামি।।

এই প্রকারে ধ্যান করিয়া হস্তস্থ পুষ্প সম্মুখে তাম্রপাত্রস্থ জলে বা ৺বাণেশ্বর শিবের উপর স্থাপন করিয়া শ্রীগুরুর সাক্ষাৎ উপস্থিতি চিন্তা করিয়া পূজা করিবে—


পূজা—

ঐঁ এষ গন্ধঃ শ্রীগুরবে নমঃ।

ঐঁ ইদং সচন্দনপুষ্পং শ্রীগুরবে নমঃ।

ঐঁ ইদং সচন্দনবিল্বপত্রং শ্রীগুরবে নমঃ।

ঐঁ এষ ধূপঃ শ্রীগুরবে নমঃ।

ঐঁ এষ দীপঃ শ্রীগুরবে নমঃ।

ঐঁ ইদং নৈবেদ্যং শ্রীগুরবে নমঃ।


প্রণাম

ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্‌।

তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।


গণেশপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় রক্তপুষ্প লইয়া পূর্ববৎ ধ্যান করিবে—

ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং

প্রস্যন্দন্মদগন্ধলুব্ধমধুপব্যালোলগণ্ডস্থলম্‌।

দন্তাঘাতবিদারিতারিরুধিরৈঃ সিন্দূরশোভাকরং

বন্দে শৈলসূতাসূতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্‌।।


পূজা

গং এষ গন্ধঃ গণেশায় নমঃ।

গং ইদং সচন্দনপুষ্পং গণেশায় নমঃ।

গং এষ ধূপঃ গণেশায় নমঃ।

গং এষ দীপঃ গণেশায় নমঃ।

গং ইদং নৈবেদ্যং গণেশায় নমঃ।


প্রণাম—

ওঁ দেবেন্দ্রমৌলিমন্দারমকরন্দকণারুণাঃ।

বিঘ্নং হরন্তু হেরম্বচরণাম্বুজরেণবঃ।।

একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্‌।

বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্‌।।


৺শিবপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় পুষ্প লইয়া পূর্ববৎ ধ্যান করিবে—

ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং

রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্‌।

পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং

বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্‌।।


স্নান—

ধ্যানান্তে নিম্নোক্ত মন্ত্রে ঘণ্টা বাজাইতে বাজাইতে স্নান করাইবে—

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্‌।

উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।।


পূজা—

ওঁ নমঃ শিবায় এষ গন্ধঃ শিবায় নমঃ।

ওঁ নমঃ শিবায় ইদং সচন্দনপুষ্পং শিবায় নমঃ।

ওঁ নমঃ শিবায় ইদং সচন্দনবিল্বপত্রং শিবায় নমঃ।

ওঁ নমঃ শিবায় এষ ধূপঃ শিবায় নমঃ।

ওঁ নমঃ শিবায় এষ দীপঃ শিবায় নমঃ।

ওঁ নমঃ শিবায় ইদং নৈবেদ্যং শিবায় নমঃ।


অষ্টমূর্তি পূজা—

ওঁ এতে গন্ধপুষ্পে অষ্টমূর্তিভ্যো নমঃ।


প্রণাম—

ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।

নিবেদয়ামি চাত্মানং গতিস্ত্বং পরমেশ্বর।।


৺সূর্যপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় রক্তপুষ্প লইয়া পূর্ববৎ ধ্যান করিবে—

ওঁ রক্তাম্বুজাসনমশেষগুণৈকসিন্ধুং

ভানুং সমস্তজগতামধিপং ভজামি।

পদ্মদ্বয়াভয়বরান্‌ দধতং করাব্জৈ-

র্মাণিক্যমৌলিমরুণাঙ্গরুচিং ত্রিনেত্রম্‌।।


পূজা—

ওঁ এষ গন্ধঃ শ্রীসূর্যায় নমঃ।

ওঁ ইদং সচন্দনপুষ্পং শ্রীসূর্যায় নমঃ।

ওঁ এষ ধূপঃ শ্রীসূর্যায় নমঃ।

ওঁ এষ দীপঃ শ্রীসূর্যায় নমঃ।

ওঁ ইদং নৈবেদ্যং শ্রীসূর্যায় নমঃ।


প্রণাম—

ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্‌।

ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্‌।।


৺নারায়ণপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় পুষ্প লইয়া পূর্ববৎ ধ্যান করিবে—

ওঁ ধ্যেয়ঃ সদা সবিতৃমণ্ডলমধ্যবর্তী নারায়ণঃ সরসিজাসনসন্নিবিষ্টঃ।

কেয়ূরবান্‌ কনককুণ্ডলবান্‌ কিরীটীহারী হিরণ্ময়বপুর্ধৃতশঙ্খচক্রঃ।।


স্নান—

ধ্যানান্তে নিম্নোক্ত মন্ত্রে ঘণ্টা বাজাইতে বাজাইতে স্নান করাইবে—

ওঁ সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাৎ।

স ভূমিং সর্বতঃ স্পৃত্বা অত্যত্তিষ্ঠদ্দশাঙ্গুলাম্‌।।

ওঁ নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ ওঁ।।

স্নানান্তে ‘ওঁ নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা’ মন্ত্রে দুইটি তুলসীপত্র ৺নারায়ণের উপরে ও নীচে দিবেন।


পূজা—

ওঁ নমো নারায়ণায় এষ গন্ধঃ নারায়ণায় নমঃ।

ওঁ নমো নারায়ণায় ইদং সচন্দনপুষ্পং নারায়ণায় নমঃ।

ওঁ নমো নারায়ণায় ইদং সচন্দনতুলসীপত্রং ওঁ নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা নারায়ণায় নমঃ।

ওঁ নমো নারায়ণায় এষ ধূপঃ নারায়ণায় নমঃ।

ওঁ নমো নারায়ণায় এষ দীপঃ নারায়ণায় নমঃ।

ওঁ নমো নারায়ণায় ইদং নৈবেদ্যং নারায়ণায় নমঃ।


প্রণাম—

ওঁ ত্রৈলোক্যপূজিতঃ শ্রীমান্‌ সদাবিজয়বর্ধনঃ।

শান্তিং কুরু গদাপাণে নারায়ণ নমোঽস্তু তে।।


৺জয়দুর্গাপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় রক্তপুষ্প লইয়া পূর্ববৎ ধ্যান করিবে—

ওঁ হ্রীঁ কালাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলিবদ্ধেন্দুরেখাং

শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্বয়হন্তীং ত্রিনেত্রাম্‌।

সিংহস্কন্ধাধিরূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসা পূরয়ন্তীং

ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশপরিবৃতাং সেবিতাং সিদ্ধিকামৈঃ।।


পূজা—

ওঁ হ্রীঁ এষ গন্ধঃ জয়দুর্গায়ৈ নমঃ।

ওঁ হ্রীঁ ইদং সচন্দনপুষ্পং জয়দুর্গায়ৈ নমঃ।

ওঁ হ্রীঁ ইদং সচন্দনপুবিল্বপত্রং জয়দুর্গায়ৈ নমঃ।

ওঁ হ্রীঁ এষ ধূপঃ জয়দুর্গায়ৈ নমঃ।

ওঁ হ্রীঁ এষ দীপঃ জয়দুর্গায়ৈ নমঃ।

ওঁ হ্রীঁ ইদং নৈবেদ্যং জয়দুর্গায়ৈ নমঃ।


প্রণাম—

ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে।

শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণি নমোঽস্তু তে।।


৺বাণেশ্বর শিবপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় পুষ্প লইয়া পূর্ববৎ ধ্যান করিবে—

ঐঁ প্রমত্তং শক্তিসংযুক্তং বাণাখ্যঞ্চ মহাপ্রভম্‌।

কামবাণান্বিতং দেবং সংসারদহনক্ষমম্‌।।

শৃঙ্গারাদিরসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম্‌।

এবং ধ্যাত্বা বাণলিঙ্গং যজেত্তং পরমং শিবম্‌।।


স্নান—

ধ্যানান্তে নিম্নোক্ত মন্ত্রে ঘণ্টা বাজাইতে বাজাইতে স্নান করাইবে—

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্‌।

উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাঽমৃতাৎ।।


পূজা—

ঐঁ এষ গন্ধঃ বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং সচন্দনপুষ্পং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং সচন্দনবিল্বপত্রং বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ এষ ধূপঃ বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ এষ দীপঃ বাণেশ্বরশিবায় নমঃ।

ঐঁ ইদং নৈবেদ্যং বাণেশ্বরশিবায় নমঃ।


গৌরীপূজা—

ওঁ হ্রীঁ এতে গন্ধপুষ্পে গৌর্যৈ নমঃ।


প্রণাম—

ওঁ বাণেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায়।

কর্পূরকুন্দধবলেন্দুজটাধরায় দারিদ্রদুঃখদহনায় নমঃ শিবায়।।


৺গোবর্ধনপূজা

ধ্যান—

কূর্মমুদ্রায় পুষ্প লইয়া পূর্ববৎ ধ্যান করিবে—

ওঁ বন্দে বৃন্দাবনগুরুং কৃষ্ণং কমললোচনম্‌।

পীতাম্বরং ঘনশ্যামং বনমালাবিভূষিতম্‌।।

শ্রীদামদামসুবলস্তোককৃষ্ণার্জুনাবৃতাম্‌।

গোপীমণ্ডলমধ্যস্থং রাধিকাপ্রাণবল্লভম্‌।।


স্নান—

ধ্যানান্তে নিম্নোক্ত মন্ত্রে ঘণ্টা বাজাইতে বাজাইতে স্নান করাইবে—

ওঁ সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাৎ।

স ভূমিং সর্বতঃ স্পৃত্বা অত্যত্তিষ্ঠদ্দশাঙ্গুলাম্‌।।

ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।।

স্নানান্তে ‘ওঁ নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা’ মন্ত্রে দুইটি তুলসীপত্র ৺গোবর্ধনের উপরে ও নীচে দিবেন।


পূজা—

ওঁ এষ গন্ধঃ শ্রীকৃষ্ণায় নমঃ।

ওঁ ইদং সচন্দনপুষ্পং শ্রীকৃষ্ণায় নমঃ।

ওঁ ইদং সচন্দনতুলসীপত্রং ওঁ নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা শ্রীকৃষ্ণায় নমঃ।

ওঁ এষ ধূপঃ শ্রীকৃষ্ণায় নমঃ।

ওঁ এষ দীপঃ শ্রীকৃষ্ণায় নমঃ।

ওঁ ইদং নৈবেদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ।


শ্রীরাধিকাপূজা—

ওঁ এতে গন্ধপুষ্পে শ্রীরাধিকায়ৈ নমঃ।


প্রণাম—

ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।

প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।


শ্রীশ্রীঠাকুরের পূজা

ধ্যান—

ওঁ হৃদয়কমলমধ্যে রাজিতং নির্বিকল্পং

সদসদখিলভেদাতীতমেকস্বরূপম্‌।

প্রকৃতিবিকৃতিশূন্যং নিত্যমানন্দমূর্তিং

বিমলপরমহংসং রামকৃষ্ণং ভজামঃ।।

নিরুপমমতিসূক্ষ্মং নিষ্প্রপঞ্চং নিরীহং

গগনসদৃশমীশং সর্বভূতাধিবাসম্‌।

ত্রিগুণরহিতসচ্চিদ্‌ব্রহ্মরূপং বরেণ্যং

বিমলপরমহংসং রামকৃষ্ণং ভজামঃ।।

বিতরিতুমবতীর্ণং জ্ঞানভক্তিপ্রশান্তীঃ

প্রণয়গলিতচিত্তং জীবদুঃখাসহিষ্ণুম্‌।

ধৃতসহজসমাধিং চিন্ময়ং কোমলাঙ্গং

বিমলপরমহংসং রামকৃষ্ণং ভজামঃ।।


 


পূজা—

ওঁ ঐঁ এতৎ পাদ্যং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ এষঃ অর্ঘ্যঃ সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদমাচমনীয়ং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদং স্নানীয়ং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ এষ গন্ধঃ সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদং সচন্দনপুষ্পং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদং সচন্দনবিল্বপত্রং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদং সচন্দনতুলসীপত্রং ওঁ নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ এষ ধূপঃ সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ এষ দীপঃ সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদং সোপকরণনৈবেদ্যং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদং পানার্থোদকং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ ইদং তাম্বুলং সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।

ওঁ ঐঁ এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ সর্বদেবদেবীস্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ।


আবরণপূজা—

ওঁ এতে গন্ধপুষ্পে শ্রীরামকৃষ্ণষড়ঙ্গদেবতাভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বদেবদেবীস্বরূপিণ্যৈ শ্রীসারদাদেব্যৈ নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে বিবেকানন্দাদি-রামকৃষ্ণ-পার্ষদেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে শ্রীরামকৃষ্ণাবরণদেবতাভ্যো নমঃ।


প্রণাম—

ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে।

অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।।

ওঁ যথাগ্নের্দাহিকাশক্তিঃ শ্রীরামকৃষ্ণে স্থিতা হি যা।

সর্ববিদ্যাস্বরূপাং তাং সারদাং প্রণমাম্যহম্‌।।

ওঁ পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণসমজ্ঞয়া।

যো ধর্মসংস্থাপনরতো বীরেশং তং নমাম্যহম্‌।।


অন্যান্য দেবদেবীর পূজা—

ওঁ এতে গন্ধপুষ্পে আদিত্যাদি-নবগ্রহেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি-দশদিকপালেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে কাল্যাদি-দশমহাবিদ্যাভো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে মৎস্যাদি-দশাবতারেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবেভ্যো নমঃ।

ওঁ এতে গন্ধপুষ্পে সর্বাভ্যো দেবীভ্যো নমঃ।

About Love Status

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

আরো বিষয় পড়ুন

আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? , মানিপ্ল্যান্ট গাছ , মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ

  আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? কিংবা জানলেও এটি জানেন কি  কিভাবে এদের বড় করবেন আপনার বাড়ির আঙিনায়? আসুন এসকল তথ্...