সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল
সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

পারিবারিক কলহে রাতের ঘুম কেড়েছে? , দারিদ্র্যে জর্জরিত?

 

 ॐ সাং মাতা সন্তোষী 







পারিবারিক কলহে রাতের ঘুম কেড়েছে? 

চলার পথে বাধা? 





তা হলে এই দুর্গা মন্ত্রীগুলি জপ করলে সমস্ত বিপত্তি দূর হবে। পরিবারে সুখের বাস হবে।


১)দারিদ্রতা এবং দুঃখ ইত্যাদি দূর করতে 

দুর্গে স্মৃতা হরসি ভীতিমশেষজন্তোঃ স্বস্থৈঃ স্মৃতা মতিমতীব শুভাং দদাসি। দারিদ্র্যদুঃখভয়হারিণি কা ত্বদন্যা সর্বোপকারকরণায় সদার্দ্রচিত্তা।।


২)কলহ, অশান্তি দূর করে ভালোবাসা বৃদ্ধির জন্য

 ঘাং ঘীং ঘূং ঘূর্জটে। পত্নী বাং বীং বূং বাগধীশ্বরী।। ক্রাং ক্রীং ক্রূং কালিকা দেবী। শাং শীং শূং মেং শুভং কুরু।।


৩)সুশীল এবং বিচার-বুদ্ধি সম্পন্ন স্ত্রীর প্রাপ্তির জন্য 

পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তানুসাপিণীম্। তারিণীং দুর্গসংসারসাগরস্। কুলোদ্ধবাম্।।


৪)কোনও বিপত্তির হাত থেকে বাঁচতে 

শূলেন পাহি নো দেবী পাহি খড়গেন চাম্বিকো। ঘণ্টাস্বনেন নঃ পাহি চাপজ্যানিঃস্বনেন চ।।


৫)প্রসন্নতা প্রাপ্তির জন্য 

প্রণতানাং প্রসীদ ত্বং দেবী বিশ্ববার্তিহারিণি। ত্রৈলোক্যবাসিনামীড্যে লোকানাং বরদা ভবা।


৬)বাধা বিপত্তি দূর করতে

‘শরণাগত দীনার্ত 

পরিত্রাণ-পরায়ণে। 

সর্বস্যার্তিহরে দেবী 

নারায়ণী নমোহস্তুত


‘৭)আইনের সমস্যা বা সম্পত্তি নিয়ে সমস্যা হলে

সর্ব বাধা প্রশমনং 

ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী। 

এবমেব ত্বয়া কার্যমন্মদ 

বৈরী বিনাশনম’।


সৌভাগ্য লাভ ও সুস্থ থাকার জন্য- 

‘দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি 

দেবী পরং সুখম।

রুপং দেহি জয়ং দেহি

যশো দেহি দ্বিষো জহি’।


৯ম দিন- মা সিদ্ধিদাত্রী

ওম্ হ্রীং শ্রী সিদ্ধিদাত্রী দুর্গায়ৈ নমঃ।।


***. গোবিন্দ প্রণাম মন্ত্র - 

ঔঁ ব্রহ্মাণ্ড দেবায় গোব্রাহ্মণ হিতায় চঃ। জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ।। ৪বার


 এই মন্ত্রটি করুন শুভফল হবেই 


About astrouncle

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

আরো বিষয় পড়ুন

আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? , মানিপ্ল্যান্ট গাছ , মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ

  আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? কিংবা জানলেও এটি জানেন কি  কিভাবে এদের বড় করবেন আপনার বাড়ির আঙিনায়? আসুন এসকল তথ্...