সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল
সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

গণেশের ধ্যান , গণেশ পূজা

 গণেশের ধ্যান 






“ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং

লম্বোদরং সুন্দরং

প্রস্যন্দন্মদ্গন্ধলুব্ধমধুপব্যালোলগণ্ডস্থলম্।

দন্তাঘাতবিদারিতারিরুধিরৈঃ

সিন্দূরশোভাকরং

বন্দে শৈলসুতাসুতং গণপতিং

সিদ্ধিপ্রদং কামদম্।।”


অর্থাৎ - যিনি খর্বাকৃতি,স্থূলশরীর, লম্বোদর, গজেন্দ্রবদন অথচ সুন্দর; বদন হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমরসমূহের দ্বারা যাঁহার গণ্ডস্থল

ব্যাকুলিত; যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাহার দন্ত দ্বারা নিজ দেহে সিন্দূরের শোভা ধারণ করিয়াছেন; সেই পার্বতীপুত্র

সিদ্ধিদাতা ও কামদাতা গণপতির ধ্যান করি।


গণেশের প্রণামমন্ত্র -

একদন্তং মহাকায়ং লম্বোদরং

গজাননং।

বিঘ্ননাশকরং দেবং হেরম্বং

প্রণমাম্যহম্।।


অর্থাৎ - যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।


গণেশের প্রার্থনা মন্ত্র 

দেবেন্দ্রমৌলিমন্দারমকরন্দকণারুণাঃ।

বিঘ্নং হরন্তু হেরম্বচরণাম্বুজ

রেণবঃ।।


 অর্থাৎ --- দেবরাজ ইন্দ্রের মস্তকে বিরাজিত মন্দারপুষ্পের পরাগসমূহের দ্বারা রক্তিম হেরম্বের

পাদপদ্মের রেণুসমূহ আমার বিঘ্নহরণ করুক।


ব্রহ্মাণ্ড পুরাণ মতে, তাঁর উদরে সমগ্র জগৎসংসারের অবস্থান বলেই তিনি লম্বোদর। গণেশের বাহন মুষিক বা ইঁদুর। ইঁদুর ধর্মের অবতার; মহাবল ও পূজাসিদ্ধির অনুকূল।মনে করা হয়, গণেশের পদতলে ইঁদুর, গণেশ কর্তৃক বিঘ্নবিজয়ের প্রতীক।

বৃহদ্ধর্ম পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ

অনুসারে পৃথিবী গণেশকে মুষিক বাহন দিয়েছিলেন।


কৃষ্ণ প্রিয়া ভগবতী রাধারানী কৃত বিঘ্ননাশক গণেশ স্তোত্র

------------------------------


শ্রী রাধিকা উবাচ 


পরং ধাম পরং ব্রমহ পরেশং

পরমীশ্বরম।

বিঘ্ননিঘ্ন করং শান্তং পুষ্টং

কান্তমনন্তরম।।

সুরাসুরেন্দ্রঐঃ সিদ্ধেন্দ্রঐঃ

স্তুতং স্তউমি পরাতপরম।

সুরপদ্মদিনেশং চ গণেশ

মঙ্গলায়নম।

এদং স্তোত্রং মহাপুন্যম বিঘ্ন

শোক হরং পরম।

যঃ পঠেত প্রাতঃ উত্থায় সর্ব

বিঘ্নাত প্রমুচ্যতে।।


------- এই স্তোত্র মহাপুন্যদায়ী

এবং বিঘ্ন ও শোক নাশক,

সকালে নিদ্রা ভঙ্গ করে এই

স্তোত্র পাঠ করলে সকল বিঘ্ন

হতে মুক্ত হওয়া যায়।

About astrouncle

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

আরো বিষয় পড়ুন

আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? , মানিপ্ল্যান্ট গাছ , মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ

  আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? কিংবা জানলেও এটি জানেন কি  কিভাবে এদের বড় করবেন আপনার বাড়ির আঙিনায়? আসুন এসকল তথ্...