সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল
সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল

সিঁদুর দান কি?, সিঁদুর দান কেন হয়?


সিঁদুর দান






বিবাহের সুন্দরতম মুহূর্ত হলো "সিঁদুর দান"। বিবাহিত হিন্দু নারীদের সিঁথিতে সিঁদুর পরা

আনুমানিক ৫০০০ বছর প্রাচীণ হিন্দু ঐতিহ্যময় সংস্কৃতি। প্রাচীণ রামায়ণে মাতা সীতা এবং মহাভারতে দ্রৌপদীর সিঁথিতে সিঁদুর ব্যবহারের স্পস্ট প্রমাণ আছে। রামায়ণে শ্রীরাম যখন মাতা সীতাকে বিবাহ করেন তখন তিনি মাতা সীতার সিঁথিতে সিঁদুর দান করেছিলেন। একই প্রমাণ আছে "হরিবংশ পুরাণ"এ।  যখন শ্রীকৃষ্ণ রুক্ষ্মিনীদেবীকে বিবাহ করেন, তখন তিনিও রুক্ষ্মিনীদেবীর সিঁথিতে সিঁদুর দান করেছিলেন। এই পরম্পরাই এখনও অবধি হিন্দু বিবাহতে চলে আসছে। সেখানে স্বামী তার স্ত্রীকে সিঁথিতে সিঁদুর দান করে, স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করে। 


🌻এছাড়া বেশ কিছু ঐতিহাসিকও এটা স্বীকার করে থাকেন। প্রাচীণ হরপ্পা সভ্যতাতেও নারীরা সিঁদুর ব্যবহার করতো। সিঁদুরের গুরুত্বের সবচেয়ে ভালো ব্যাখা আছে "শ্রীললিতা সহস্র নাম স্তোত্রম্"এ । এটা ব্রহ্মান্ড পুরাণের অংশ বিশেষ। দেবী ললিতা যিনি মা দুর্গা বা মা শক্তির অপর নাম, তার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখানে ললিতা দেবীর সিঁথির সিঁদুরকে শ্রীলক্ষ্মীর প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একজন বিবাহিত নারীকে এই সিঁদুরই তাকে শ্রীলক্ষ্মীর স্বরূপ হিসাবে সমাজের সামনে তুলে ধরে। 


🌻হিন্দু সংস্কারে নারীকে লক্ষ্মী হিসাবে গণ্য করা হয় এবং বিবাহিত নারীকে "শ্রী + লক্ষী = শ্রীলক্ষী" হিসাবে গণ্য করা হয়। কারণ একজন বিবাহিত নারী সংসারের '‘শ্রী'’ এর কারক। "শ্রী" বিনা সেই সংসার পূর্ণতা পায় না।


🌻জগৎগুরু আদি শঙ্করাচার্য তার "সৌন্দর্যলহরী" গ্রন্থে সিঁদুরকে মা শক্তির স্বরূপ অর্থাৎ মা দুর্গার প্রতীক অর্থাৎ যিনি দুর্গতিহারিণী তাঁর প্রতীক ও মঙ্গলরূপী সূর্য হিসাবে ব্যাখা দিয়েছেন। 


🌻সিঁথিতে সিঁদুর ও কপালের সিঁন্দুরের টিপ শ্রী চক্রের স্বরূপ।

       🏵সিঁদুর পরার মন্ত্র–🌻মায়েদের অনেকেই সিঁদুর দেয়ার মন্ত্র জানেন না। তাই তাঁদের জ্ঞাতার্থে নিচে মন্ত্রগুলি উল্লেখ করা হলো–


🧡সিঁথীতে–🌻"ওঁ কৃষ্ণায় নমঃ"।

🧡কপালে–🌻"ওঁ কেশবায় নমঃ"। 

🧡কণ্ঠে–🌻"ওঁ গোবিন্দায় নমঃ"।

🧡শঙ্খে–🌻"ওঁ মধুসুদনায় নমঃ"।

🧡বস্ত্রে–🌻"ওঁ মাধবায় নমঃ। 


🏵শিরোভূষণ সিন্দুরং ভর্ত্তুরায়ু বিবর্দ্ধনং। 

সর্বরত্নাকরং দিব্যং সিন্দুরং প্রতিগৃহ্যতাম্"।।


🧡লক্ষ্যণীয় বিষয়– সিঁদুর দেয়ার সময় মায়েরা নিচের দিকে নয়, ঊর্ধ্বায়ণ করে। এর কারণ সিঁদুর ঊর্ধ্বায়ণের মাধ্যমে রমণীগণ নিয়ত তার স্বামীর আয়ু বৃদ্ধির প্রার্থনা করে। শুভ বিজয়াতে বা বিভিন্ন পূজা পার্বণে মায়েরা দেবী দুর্গাকে সিঁদুর ছোঁয়ান বা একে অপরকে  সিঁদুর পরান। কারণ তাঁরা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করেন, সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে। 


About astrouncle

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment

আরো বিষয় পড়ুন

আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? , মানিপ্ল্যান্ট গাছ , মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ

  আপনি জানেন কি মানিপ্ল্যান্ট গাছের গুনাগুণ সম্বন্ধে? কিংবা জানলেও এটি জানেন কি  কিভাবে এদের বড় করবেন আপনার বাড়ির আঙিনায়? আসুন এসকল তথ্...